Header Ads Widget

মোদির সমালোচক সাবেক আমলার প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল


 ভারতের সাবেক এক আমলার প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। তিনি ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় থেকে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কড়া সমালোচক।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সাবেক আমলা হর্ষ মান্দারের প্রতিষ্ঠান সেন্টার ফর ইকুইটি স্টাডিজের লাইসেন্স আগামী ছয় মাসের জন্য খারিজ করে দেওয়া হয়েছে। বিদেশি অনুদান ভারতে আনার যে আইন রয়েছে, যার মাধ্যমে সংস্থাটি বিদেশি অনুদান ভারতে আনত, তা ১৪ জুন বাতিল করে দেওয়া হয়েছে।

ভারতে বিদেশি অনুদান আনার এই আইনের নাম হচ্ছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন আইন (এফসিআরএ)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, মান্দারের সংস্থা ২০১১-১২ অর্থবছর থেকে ২০১৭-১৮ পর্যন্ত সময়ে এফসিআরএর অধীনে ১২ লাখ ৬৪ হাজার ৭৬১ রুপি বিদেশ থেকে এনেছে। এই লাইসেন্স বাতিল হওয়ার ফলে আগামী ছয় মাস নতুন করে কোনো বিদেশি অনুদান নিতে পারবে না তাঁর প্রতিষ্ঠান।

Post a Comment

0 Comments