Header Ads Widget

আমি কি ভোট চুরি করতে যাবো, প্রশ্ন প্রধানমন্ত্রীর

 


বঙ্গবন্ধুর রক্তের যেন কেউ ক্ষমতায় আসতে না পারে, এটা ছিল খুনি ও তাদের সহযোগীদের উদ্দেশ্য– এমন মন্তব্য করে জাতির পিতার কন্যা শেখ হাসিনা বলেছেন, এ জন্য শিশু রাসেলকেও হত্যা করা হয়। সেখানে আমি এদেশের ক্ষমতায় এসেছি চার চার বার। ক্ষমতায় এসে ভোগ করিনি, দেশের মানুষের সার্বিক উন্নতি করেছি।

বুধবার (২১ জুন) বেলা সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হয়। শুরুতেই সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফর নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। পরে প্রধানমন্ত্রী চলমান বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছে। গণতন্ত্র হরণ করে গণতন্ত্রের প্রবক্তা সেজেছে। স্বাভাবিকভাবেই তারা কখনও এদেশের কল্যাণ চাইবে না। তারা দেশে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি করতে চাইবে। সেখানে দেশি-বিদেশি নানা রকমের লোকই থাকবে। কিন্তু দেশের সচেতন নাগরিকরা এসবে কেন গুরুত্ব দেবে। তারা তো বিচার করবে, আজকের বাংলাদেশ আর ১৪ বা সাড়ে ১৪ বছর আগের বাংলাদেশ কেমন ছিল। আর এখন বাংলাদেশের অবস্থা কোথায় দাঁড়িয়েছে। আমাদের সার্বিক উন্নতি হয়েছি কি হয়নি।


নিজের আত্মবিশ্বাসের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আমি দেশের মানুষের জন্য কাজ করেছি। মানুষের যদি পছন্দ হয় ভোট দেবে, না হয় না দেবে। না দিলে আমি নাই, থাকবো না। আমি কি ভোট চুরি করতে যাবো? আজ দুর্ভাগ্য হলো, আমরা ভোটের অধিকারের জন্য সংগ্রাম করলাম, আর আমাদের যারা ভোট চোর, তারা বলে এরা হলো ভোট ডাকাত। যাদের উত্থানটাই হয়েছে ডাকাতি করে, খুন করে, হত্যা করে।

Post a Comment

0 Comments