বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।
আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনারেরা উপস্থিত ছিলেন। হিরো আলমের পক্ষে আপিল শুনানিতে অংশ নেন বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিজানুর রহমান।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর হিরো আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জাতীয় নির্বাচনসংক্রান্ত আইন প্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ সমর্থনসূচক তালিকা দাখিল করার বিধান আছে। ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সমর্থকদের স্বাক্ষরের যে তালিকা তিনি দাখিল করেছিলেন, তা গরমিল আছে জানিয়ে রিটানিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান গত রোববার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। রিটানিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত মঙ্গলবার নির্বাচন কমিশনে আপিল করেন। বৃহস্পতিবার শুনানি শেষে নির্বাচন কমিশন আপিল মঞ্জুর করেন।
হিরো আলম বলেন, ‘২৬ জুন প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণায় নামব। প্রান্তিক থেকে এলিট সব ভোটারের কাছে ভোট চাইব।’ প্রসঙ্গত, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। সংসদের কোন আসন শূন্য হলে নব্বই দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। এই হিসাবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।


0 Comments