Header Ads Widget

‘রেডমি নোট ১২’ বাজারে আনলো শাওমি

 
বাজারে রেডমি নোট সিরিজের সর্বশেষ সংস্করণের স্মার্টফোন উন্মোচন করেছে শাওমি। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকর্ষণীয় ফিচারের সঙ্গে স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে একটি উল্লেখযোগ্য সংযোজন। আগের জেনারেশন থেকে আরও আপগ্রেড করা হয়েছে স্মার্টফোনটির ডিসপ্লে, ক্যামেরা সেটআপ এবং প্রসেসর; যা ফোনটিকে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হিসেবে আরও বেশি কার্যক্ষম করে তুলেছে।


দেশের বাজারে অবশেষে অফিসিয়ালি চলে এলো শাওমি’র বহুল প্রত্যাশিত রেডমি নোট ১২ ফোনটি। এমোলেড ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগন প্রসেসর, ইত্যাদি এই ফোনের মূল আকর্ষণ। এই পোস্টে জানবেন শাওমি রেডমি নোট ১২ সম্পর্কে বিস্তারিত।

মাত্র ১৮৩ গ্রাম ওজনের ফোন রেডমি নোট ১২ পাওয়া যাবে একাধিক কালার ভ্যারিয়ান্টে। প্লাস্টিক বিল্ডের এই ফোনটির ব্যাকে স্থান পেয়েছে এর রেকটেংগুলার ক্যামেরা মডিউল ও ফোনের ফ্রন্টে রয়েছে পাঞ্চ-হোল এমোলেড ডিসপ্লে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে।

ফোনটিতে আছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের অসাধারণ অ্যামোলেড ডিসপ্লে, উন্নত মেমরি এবং ৫ হাজার এমএএইচ ব্যাটারির সঙ্গে পাওয়া যাবে স্মুথ ও আরামদায়ক ভিউয়িং এক্সপেরিয়েন্স।

রেডমি নোট ১২ এর গ্লোবাল ভার্সনটিতে ৫জি দেয়া হলেও দেশের বাজারে এসেছে ফোনটির ৪জি ভার্সন। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোনটিতে, যা দাম বিবেচনায় ঠিকঠাক বলা চলে। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়ান্টে পাওয়া যাবে ফোনটি। এছাড়া ডেডিকেটেড এসডি কার্ড স্লট ব্যবহার করে বাড়িয়ে নেওয়া যাবে স্টোরেজ।

রেডমি নোট ১২ ফোনটির ব্যাকে থাকছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটাপ৷ ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি এখানে ৮ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। তবে দুঃখের বিষয় হলো এই ফোনে ৪কে ভিডিও রেকর্ড করার কোনো অপশন নেই। ফোনের ফ্রন্টে রয়েছে ১৩ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। এই ফোন দ্বারা সর্বোচ্চ ১০৮০পি ৩০এফপিএস ভিডিও রেকর্ড করা যাবে।

রেডমি নোট ১২-এর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টের দাম ১৯ হাজার ৯৯৯ টাকা।


Post a Comment

0 Comments